ডেস্ক রিপোর্ট◾
অ্যামাজন ইমপেরিয়াল ক্রাউন কোম্পানি খ্যাত অ্যাপসের মাধ্যমে অভিনব এ প্রতারণা করেছে একটি চক্র।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের মৃত আশ্রাফ বিশ্বাস আলীর ছেলে মো. বাকের বিশ্বাস (৫০) সোমবার মামলাটি করেন।
মামলায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ওই দিনই প্রধান আসামি উত্তর চরবিশ্বাস গ্রামের মোজাম্মেল আকনের ছেলে মহিবুল্লাহ শুভকে (২৫) গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
অন্য আসামিরা হলেন- একই গ্রামের সত্তার হাওলাদারের ছেলে জুয়েল (৩০) ও কালাম মুন্সির ছেলে নাজিম (৩৫)।
মামলার বিবরণে জানা যায়, গলাচিপার উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের দুই হাজার ২০০ ব্যক্তির কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক চক্র।
গত তিন মাস ধরে ওই চক্রটি অ্যামাজন নামে একটি অ্যাপসের মাধ্যমে ‘২৪ দিনে দ্বিগুণ লাভের’ প্রলোভন দেখিয়ে আসছিল গ্রাহকদের।
ঈদের তিন দিন আগে ওই প্রতারক চক্র অ্যাপসটি বন্ধ করে দেয়। এর পরই ভুক্তভোগীদের টনক নড়ে।
গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি মহিবুল্লাহ শুভকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।